শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

মাদারীপুরের রাজৈর উপজেলায় মাদারীপুর উৎসব-২০২৩, উপলক্ষে আনন্দ র‌্যালী ,অনুষ্ঠিত

সবুজ বালা স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও রাজৈর উপজেলা প্রশাসনের সহযোগিতায়,১৯ জানুয়ারি,২০২৩ ইং তারিখ, বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সময় মাদারীপুর জেলার রাজৈরে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে, মাদারীপুর উৎসব-২০২৩ এর আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়।রেলীটি রাজৈর উপজেলা চত্বর থেকে শুরু করে প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় রাজৈর উপজেলা চত্বরে জড়ো হয়।
র‌্যালীতে, উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ আনিসুজ্জামান, রাজৈর উপজেলা ভূমি কর্মকর্তা, খাদিজা আক্তার, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, সাহাবুদ্দিন সাহা, মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য নুরজাহান পারুল, রাজৈর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ওয়াহিদুজ্জামান চাঁদ,
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, সেলিনা মোস্তফা, বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, আমগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জমিরউদ্দিন খান, রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা, মানিক মল্লিক, রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ফজলুল হক সলাকার, সরকারী রাজৈর কেজে এস পাইলট ইনিস্টিটিউ ট এন্ড কলেজ এর অধ্যক্ষ অলীক কুমার ধর, রাজৈর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈ, প্রদেশ সংস্থার নির্বাহী পরিচালক, অনাদি কুমার মন্ডল, রাজৈর উপজেলার সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও ছাত্র-ছাত্রী গন।
এরপর র‌্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান,
আলোচনায় বক্তাগন, মাদারীপুর উৎসব এর কার্যক্রমের বিবরনী ও কার্যক্রমের দিকনির্দেশনা বিষযক তুলে ধরেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category