জামালপুরের মাদারগঞ্জে আলোচিত কাঠমিস্ত্রি বাদল ( ৬০) হত্যা মামলার অজ্ঞাত নারী আসামী ও প্রধান আসামী রফিকুল ইসলাম মেজরের স্ত্রী আসরাফুন নাহার কনা (৩৭)কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার বিকালে মামলাটির তদন্তকারী কর্মকর্তা মডেল থানার উপ পরিদর্শক আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জামালপুর সদর উপজেলার নাওজোড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। তিনি সেখানে পালিয়ে ছিলেন বলে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল বাশার জানান,এ মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। ৫ জুলাই তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ যে,গত ২১ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হোন কাঠমিস্ত্রি বাদল।
পরদিন বাদলের ছেলে রাশেদুল ইসলাম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
Leave a Reply