মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রামের গিয়াস শেখ (৩৫) টেকেরহাট বন্দরের উত্তরা ব্যাংক লিমিটেড টেকেরহাট শাখা থেকে নগদ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ডিবি পরিচয়ে টাকা ছিনতাইয়ের সময় পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় চার ডাকাত সদস্য।
এসময় গড়নপিটনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। এসময় ডাকাতির কাজে ব্যবহারিত একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ফোন ও নগদ দুই লাখ বিরানব্বই হাজার টাকা(২.৯২.০০০০৳) উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, গিয়াস শেখ (৩৫) টেকেরহাটের উত্তরা ব্যাংক থেকে নগদ পাচ লাখ উত্তোলন করে কদমবাড়ির মহিষমারি ফেরার পথে ডিবি পরিচয়ে আমার ব্যাগে ও কোমরে থাকে পাচ লাখ টাকা নিয়ে আমাকে হাতকড়া পরিয়ে ও আমার শাশুড়ী মা কে গাড়িতে তুলে নিয়ে যায়
পথিমধ্যে ডাকাত দল গাড়ি যোগে কদমবাড়ি বাজারে এসে আমার শাশুড়ীর চিতকারে স্থানীয়রা এসে ডাকাতদের ধরে গড়নপিটুনি দেয়, আমি আমার টাকা ফেরত চাই।
রাজৈর থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানায়, চারজন ডাকাত সদস্য আটক করা হয়েছে, তাদের সাথে থাকা চারটি মোবাইল ফোন, নগদ দুই লাখ বিরানব্বই হাজার টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
Leave a Reply