সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম হচ্ছে। বিভিন্ন সংগঠনের ব্যানার হাতে নিয়ে তারা জিয়া উদ্যানে এসে উপস্থিত হচ্ছেন।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে কবর জিয়ারত করতে আসতে শুরু করেন।
এর আগে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের কন্যা জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শমিলা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা কবর জিয়ারত করেন। সে সময় স্বল্প সময়ের জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হলেও পরে আবার সবার জন্য উন্মুক্ত করা হয়।
কবর প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়। নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন।

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আজ দেশে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া আজ জুমার নামাজের পর তার রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
|
২ জানুয়ারী, ২০২৬
