হবিগঞ্জের বাহুবলে লাইসেন্সবিহীন ব্যবসা( ইট ভাটা) পরিচালনা করায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর বিকাল ৪ঃ০০ টায় বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় এস এন ব্রিকস নামক একটি প্রতিষ্ঠানকে লাইসেন্সবিহীন ব্যবসা( ইট ভাটা) পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দ্রুত জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়।
অন্যথায় ইটভাটাটি বন্ধ করে দেওয়া হবে মর্মে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।