গোপালগঞ্জে ০৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ
Update Time :
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
৩০৯
Time View
গোপালগঞ্জে ০৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ
গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল গোপালগঞ্জ সদর থানার আওতাধীন মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০৮ কেজি গাঁজা সহ মো. আলী সুমন (৩৯) ও রুবেল হোসেন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মো. আলী সুমন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গোমার বাড়ি (পূর্বপাড়া মাস্টার বাড়ি) গ্রামের রৌশন আলী মাস্টারের ছেলে এবং রুবেল হোসেন গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদা (কাজীর বাজার) আদর্শ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বর্তমান গোপালগঞ্জ পৌরসভার মৌলভীপাড়া (বিসিক ব্রিজের পশ্চিম পাশে সুখির বাড়ির ভাড়াটিয়া)। এ বিষয়ে তাদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। পরে গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ...
14
গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল গোপালগঞ্জ সদর থানার আওতাধীন মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০৮ কেজি গাঁজা সহ মো. আলী সুমন (৩৯) ও রুবেল হোসেন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মো. আলী সুমন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গোমার বাড়ি (পূর্বপাড়া মাস্টার বাড়ি) গ্রামের রৌশন আলী মাস্টারের ছেলে এবং রুবেল হোসেন গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদা (কাজীর বাজার) আদর্শ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বর্তমান গোপালগঞ্জ পৌরসভার মৌলভীপাড়া (বিসিক ব্রিজের পশ্চিম পাশে সুখির বাড়ির ভাড়াটিয়া)।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। পরে গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।