বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

মীর দুলাল, হবিগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৭৭ Time View

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২১ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গন থেকে এক র্যালি হয়।র্যালির শ্লোগান ছিলো “ছেলে হোক,মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট “।

্যালির পর উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মামনি প্রকল্পের কো-অর্ডিনেটর কিশোর মিত্রের উপস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,কে,এম,এ হাদী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় স্বাস্থ্যখাত অনেক ধাপ এগিয়ে যাচ্ছে।

কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। যার ফলে সাধারণ মানুষেরা স্থানীয়ভাবে বিভিন্ন স্বাস্থ্য সেবা নিতে সক্ষম হচ্ছেন । তিনি জনসাধারণের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা নিয়মিত স্বাস্থ্য সেবা নিন, সুস্থ থাকুন। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাল্যবিবাহ বন্ধে সম্মিলিতভাবে কাজ করুন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১নম্বর মক্রমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জার্মান উর্মি,

ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, চেয়ারম্যান ফরিদ আহমেদ, বিজয়ের প্রতিধ্বনির বানিয়াচং প্রতিনিধি শেখ নুরুল ইসলাম, আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সাংবাদিক হৃদয় খানসহ দলীয় ও স্হানীয় স্বাস্থ্যকর্মীবৃন্দ।আলোচনা সভার পর বিভিন্ন ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক,পরিবার কল্যাণ সহকারী ও পরিবার কল্যাণ পরিদর্শিকার মাঝে ক্রেস্ট ওসার্টিফিকেট প্রদান করা হয়।

আলোকিত জনপদ .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category