বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

পিকনিকের সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে মাগুরায় সংঘর্ষ, আহত ৫

এম ফেরদৌস রেজা, মাগুরা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৬৭ Time View
6

মাগুরা সদর উপজেলার রাঘবদাঁড় ইউনিয়নের কাজীরআইল গ্রামে পিকনিকে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়, এতে ৫ জন গুরুতর আহত হয় এবং কমপক্ষে ১০টি বাড়িতে ব্যাপক ভাংচুর করা হয়।

আজ ১৫ই জুলাই শুক্রবার দুপুরে আহত কাজীরআইল পূর্বপাড়ামসজিদের ইমাম সিদ্দিক মোল্লা গন মাধ্যমে জানান,
আমি গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ ঘটিকায় এশার নামাজের পর শরিফুলের চায়ের দোকানে চা খেতে যাই , এমনসময় আগেথেকেই ওঁৎপেতে থাকা আমাদের বিরোধী দলের কিছু সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনামাফিক ও পূর্ব শত্রুতার জের ধরে আমার উপর ধারালো রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ৭০ বছর বয়স্ক সিদ্দিক মোল্লার মাথায়, হাতে ও পায়ে গুরুতর আহত হন বর্তমানে তার অবস্থা খুবই আশংকাজনক, বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন | এছাড়া এই ঘটনায় রাজু মোল্লা, রিকু বিশ্বাস, কাশেম মোল্লা, লাল চান বিশ্বাসসহ আরো অনেকেই আহত হয়েছেন, এদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

উভয়পক্ষের আনুমানিক ১০টি বাড়ি ভাংচুর ও লুটপাট হয়েছে বলে উভয়পক্ষ দাবি করেন।

এদিকে, এই ঘটনার পরিপেক্ষিতে সাইফুল ইসলাম বাদি হয়ে মোট ১১ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা রুজু করেছেন। মামামলার আসামিরা হলেন তোতা বিশ্বাস, সাদুল্লা বিশ্বাস, রিয়াজুল ইসলাম, আশরাফুল ইসলাম, মাজেদুল বিশ্বাস, মুজিবুর মন্ডল, রবিউল ইসলাম, তামজেল মোল্লা, রিপন,নজরুল ইসলাম, লিয়াকত, সহ অজ্ঞাত ৭/৮ জন।

বর্তমানে কাজিরাইল গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে ও মাগুরা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।  ঘটনার পর থেকে আসামি পক্ষের কোনো পুরুষ সদস্য বাড়িতে অবস্থান করছেন না, এমতাবস্থায় বাড়ির মহিলা সদস্যদের কাছে থেকে পাওয়া তথ্য মতে জানা যাই, ঈদের আনন্দকে উপভোগ করার জন্য পাড়ার ছেলেরা মিলে মিউজিক বক্স বাজিয়ে পিকনিক করতে গেলে, ইমাম সিদ্দিক মোল্লা ও রাজু বাধা দেয় , আর এতে করেই সংঘর্ষের সৃষ্টি হয়।| আসামি পক্ষের লিয়াকত মল্লিক, জিয়া, ও নবা আহত হয়েছেন। এর আগেও এই দুই পক্ষের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মারামারি ও ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category