
হবিগঞ্জের-বানিয়াচং উপজেলার সুটকি ব্রিজ এলাকার সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি বানিয়াচং উপজেলার সদরের মধ্যে মহল্লা জাতুকর্ণপাড়া উত্তর হাটি গ্রামের উমেদ আলীর ছেলে মানিক মিয়া (৪৫) ।
বৃহস্পতিবার (৭ জুলাই২২)ইং হবিগঞ্জ সদর থেকে বানিয়াচং যাওয়ার রাস্তায় ২ ঘঠিকায় শুঁটকি ব্রীজের নিকটবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় মানিক মিয়া মোটর সাইকেল যোগে হবিগঞ্জ থেকে জরুরী কাজ শেষ করে বানিয়াচং যাচ্ছিলেন।
এ সময় একটি পিক-আপের ভ্যানের ধাক্কায় তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন।
সড়ক দুর্ঘটনায় মাথা ফেটে মগজ বের হয়ে যায় এবং ঘটনাস্থলেই মানিক মিয়া নিহত হন।
ঘটনার পরপরই ঘাতক পিক-আপ ভ্যানটি পালিয়ে যায়।
বানিয়াচং থানার পুলিশের সাথে যোগাযোগ করলে (ওসি) এমরান হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাটানো হয়েছে।
আঘাত পিকাপ ভ্যান টি ধরার চেষ্টা চলছে।
আহত দের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।