শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন প্রতিবন্ধীদের মূল ধারায় আনার প্রচেষ্টা আছে সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আন্তজার্তিক পর্যায়ে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের স্বর্ণ জয় কিশোর গ্যাং এর প্রধান ডাকাতি মামলার আসামী গ্রেফতারের নিউজ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা মির্জাপুরে আল-হিদায়াহ সংগঠনের উদ্যোগে ভেঙ্গে যাওয়া ব্রীজ সংস্কার সিংড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান ভূস্মীভূত থাই পিএমও-তে প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা গ্রাহকের অর্ডারের অ্যাপল পণ্য যেভাবে হাতিয়ে নিচ্ছেন স্ক্যামাররা নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ কোরিয়ার কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহাদাৎ হোসেন সরকার আশুলিয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩৩৫ Time View

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগে দক্ষিণ কোরিয়া শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার বম্বে গ্রীল ইন্ডিয়া রেস্তোরাঁয় গত কাল ২৬/০৬/২০২২ ইং তারিখ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম ভুট্টুকে সভাপতি ও তাফাজ্জল হোসাঈন আকন্দ রনুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময়, রফিকুল ইসলাম ভুট্ট বলেন, হাটি হাটি পা পা করে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।

তাঁর দক্ষ নেতৃত্বের ফলে, বাংলাদেশে তার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মত, ব্যয় বহুল প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক,তাফাজ্জল হোসাঈন আকন্দ রনু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, সুদক্ষ নেতৃত্ব ও অসীম সাহসিকতায় বাংলাদেশ একটি ছোট দেশ হওয়ার সত্ত্বেও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

বাংলাদেশ সরকারের প্রকল্পের আওতায়, নিম্নবিত্ত খেটে খাওয়া অসহায় মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। আগের তুলনায় বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বহুগুণ বেড়ে গেছে আর তাই দারিদ্রতা ও নিরক্ষরতার হার অনেক কমে গেছে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ হাবিল উদ্দিন, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ আরশাদ আলম ভিকি,

মোঃ লুলু জামালি, গিরিজ পাসাদা ভট্টাচার্য, শেখ মোঃ ওমর আলী, অশোক দাশ, রতনদে, বাপ্পি চক্রবর্তী, আব্দুল ওদূদুত জনি সরকার, শেখ কাওসার আহমেদ সহ বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ কোরিয়া শাখার সকল নেতৃবৃন্দ প্রমুখ। পরে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট নিহত সকলের পরিবারের আত্মার মাগফিরাত কামনা ও তাদের স্মৃতিচারণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category