মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক টমাস এর উদ্দ্যোগে বৃক্ষরোপণ পেকুয়ায় চেয়ারম্যান পদে বর্তমান ও সাবেকসহ ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল “দেখে নিন এক নজরে রাজৈর উপজেলা পরিষদ” সাভারে এসি বিস্ফোরনে ৭ জন দগ্ধ সাদিপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পলাশ উপজেলা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুর ঝাউদিতে ১৫টি বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধেরে জেরে অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ রাজারহাটে তিস্তার নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মণিরামপুরে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নুরুল হক, মনিরামপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১০৯ Time View

মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে মণিরামপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মণিরামপুর পৌরশহরে কয়েকবার প্রদক্ষিণ করে। মিছিল শেষে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি’র সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, জেলা আওয়ামীলীগ সদস্য ও মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক অসিত দেবনাথ, আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, তরুণ আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্দীপ ঘোষ, আওয়ামীলীগ নেতা সাবেক জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাফেজ মাহবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক এসএম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান অভিসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।
এ সময়ে বক্তারা বলেন, ‘স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভিশন-মিশন বাস্তবায়নে মুজিব আদর্শের সকল সৈনিক দৃঢ় প্রতিজ্ঞ। ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে হীনমন্যতার পরিচয় দিয়েছে, আবেগ ও দেশবাসির আবেগ ও আশ্রয়স্থল দেশরতœ নেত্রীকে নিয়ে দেওয়া ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা, প্রতিবাদ ও যথাযথ শাস্তির দাবী জানাচ্ছি।’
বক্তরা আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার কৌশল, দতা ও উন্নয়ন দেখে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতারা নিজেদের দেউলিয়াত্ব প্রমাণ করার জন্য এই ধরনের হীন-কর্মকান্ডের আশ্রয় নিয়ে দেশ ও জাতির কাছে হাসির খোরাকে পরিণত হতে চলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা কর্মীরা বেঁচে থাকতে জননেত্রী শেখ হাসিনার প্রতি কটুক্তি মেনে নেব না। আগামীতে এই জাতীয় রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় দিলে কঠিন ভাষা জবাব দেওযা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।’

আলোকিত জনপদ .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category