বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

ইউলা’র নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডা. আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৯৪ Time View
12

অদ‍্য মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪টায় ঢাকা আইনজীবী সমিতির রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান মিলনায়তনে ইস্টার্ন ইউনিভার্সিটি ল ইয়ার্স এসোসিয়েশন (ইউলা) ‘র নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- সংগঠনের বিদায়ী সভাপতি অ্যাডভোকেট এইচ. এম. মাসুম ও বর্তমান সভাপতি অ্যাডভোকেট মাহফুজ হাসান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শহিদ আকতার হুসাইন।

এছাড়াও আরো যারা উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইউলার উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল হক সমাজী, ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের চেয়ারম্যান এবি এম ইমদাদুল হক খান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন ও চেয়ারম্যান প্রফেসর ড. বোরহান উদ্দিন খান।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এইড ও এডুকেশন চেয়ারম্যান এডভোকেট কাজী নজীবুল্লাহ হীরু।

এ ছাড়াও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ও সভাপতিগন এবং বর্তমান সাধারন সম্পাদক মো: ফিরোজুর রহমান মন্টু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটি আইন অনুষদ হতে গ্রাজুয়েট নবীন আইনজীবী যারা ২০১৮-২০২১ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়ে ঢাকা বারসহ বিভিন্ন জেলা বারে প্র্যাকটিসরত তাঁদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- ইউলার বিদায়ী সাধারন সম্পাদক এড. মো: উজ্জল মিয়া ও সাধারন সম্পাদক এড. মো: বাহারুল ইসলাম (বাহার)।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ‍‍্যমে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- বেংগল বয়েজ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category