শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

গাজীপুরে স্কয়ার ফার্মায় আগুন নিয়ন্ত্রণে ১০ ইউনিট কাজ করছে

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৭৭ Time View

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১০টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হালিম বলেন, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে কাজ শুরু করে।

আগুন বাড়তে থাকায় পরে একাধিক ইউনিট কাজে যোগ দেয়। তবে ১০টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এ বিষয়ে পরবর্তী সময়ে সাংবাদিকদের জানানো হবে বলে তিনি জানান উপপরিচালক আব্দুল হালিম।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার এলভিপি ইউনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈরের তিনটি ও মির্জাপুরের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার নতুন একটি ইউনিটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন বাড়তে থাকায় সেখানে আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।

সবুজ/আলোকিত

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category