বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

জামালপুরে রশিদপুর বটতলা সিবিও সংগঠনের উদ‍্যোগে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ডা. আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৪৫ Time View

অদ্য (২৭ এপ্রিল) বুধবার জামালপুর শহরের স্বনামধন্য বেসরকারি সংস্থা রশিদপুর বটতলা সিবিও সংগঠনের উদ্যোগ ও আয়োজনে শহরের রশিদপুর বটতলায় অবস্থিত সংস্থার নিজস্ব প্রতিষ্ঠান রশিদপুর মোস্তাকিমা আলোকিত প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোছাঃ মোস্তাকিমা। সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) মোঃ ইকবাল হোসেন, শহর সমাজ সেবা অফিসার মোঃ ফারুক মিয়া, জামালপুর পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহীনুর রহমান শাহীন, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর নাসরিন আক্তার, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল, প্রতিবন্ধী সেবা সংস্থা জামালপুরের সভাপতি মোঃ আমজাদ আলী।

অনুষ্ঠানটি সঞ্চানা করেন, রশিদপুর মোস্তাকিমা আলোকিত প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মানসী গোস্বামী। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন, রশিদপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রশিদপুর মোস্তাকিমা আলোকিত প্রতিবন্ধী বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ ইমান আলী,

প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, শিলা বেগম, ফাতেমাতুজ্জহুরা, মোঃ আশরাফুল ইসলাম, পিডিবির জহুরুল হক, রশিদপুর সিবিও সংগঠনের যুগ্ম সম্পাদক মহসীন ইসলাম, সদস্য মোঃ রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপস্থিত দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

আলোকিত জনপদ .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category