
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বাগদান অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাগদান সম্পন্ন করার পরিকল্পনা থাকলেও সময়সূচি পরিবর্তন করে তা আগামীকালের জন্য নির্ধারণ করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ওই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছিল।
জানা গেছে, ফরহাদের সঙ্গে বাগদান হতে যাচ্ছে চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার। সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়।
ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একাধিক সদস্যের বরাতে জানা যায়, আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি মসজিদে সীমিত পরিসরে বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসএম ফরহাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বও পালন করছেন।
ঢাবি শিবিরের একজন দায়িত্বশীল ব্যক্তি জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চলতি মাসের মাঝামাঝি আকদ সম্পন্ন হওয়ার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তা স্থগিত করা হয়।
ফরহাদের পরিবারের পক্ষ থেকেও বাগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ডাকসুর সদস্য রায়হান উদ্দীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ আগামীকাল বিয়েবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং দাম্পত্য জীবনে বরকতের কামনা করেন।
মন্তব্য করুন