শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

আমাদের জীবন ও দেশকে সুন্দর করে গড়ে তুলতে আমরা কথায়, কাজে ও আচরণে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অগ্রসর হচ্ছি- ডাঃ দীপু মনি

চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৯৫ Time View

শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি (এমপি) বলেছেন, দেশাত্মবোধ স্বাধীনতার চেতনা ও মর্যাদার জন্য লড়াইয়ের মানুষিকতা নিয়ে শিশুদের বড় হতে হবে। তিনি বলেন, শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের যে অঙ্গীকার বর্তমান সরকার করেছে তা বাস্তবায়ন করা হবে।

আমাদের জীবন ও দেশকে সুন্দর করে গড়ে তুলতে আমরা কথায়, কাজে ও আচরণে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অগ্রসর হচ্ছি।’ সোমবার বিকেল ৫. ১০ মিনিটে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের জয়বাংলা গেটের উদ্বোধন কালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা পদক প্রাপ্ত ও আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা.এম আমজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী ( এমপি) , এ্যাড : জাকিয়া তাবাসুম জুই এমপি, জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিকুল, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, স্পেশাল পিপি এ্যাড শামসুর রহমান পারভেজ, ভাইস চেয়ারম্যান জোতিষ চন্দ্র রায়,

চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, খানসামা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো: বজলুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানুসহ আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা। এর পরে মন্ত্রী চিরিরবন্দর নবীপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক চার তোলা ভবন উদ্ধোধন করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense