রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও মাদক জব্দ এবং অপহরণকৃত ১ জন ব্যাক্তি উদ্ধার ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ যাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড গোপালগঞ্জে প্রতিবন্ধী এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ ভারতে অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির মাধ্যমে বাংলাদেশের একটি গ্রাম পরিচিতি পেল ‘এক কিডনির গ্রাম’ নামে মুরাদনগর গ্রামে গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য পরিবেশ পুলিশের অভিযানে আসামির লাফিয়ে আত্মহত্যার হুমকির ভিডিও ভাইরাল হয়েছে দলের নাম ব্যবহার করে কেউ অসদাচরণ করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা : রিজভী তেজগাঁওয়ে সৌদি রিয়াল ডাকাতির ঘটনায় ১৩ জন গ্রেপ্তার পুতিনকে ফোন করার পর ট্রাম্প বললেন, ‘আমি হতাশ’ সবজির দাম বেড়েছে, তবে ডিম ও মুরগিতে কিছুটা স্বস্তি ফিরেছে

কোটচাঁদপুরে সরকারি বলুহর বাওড় লেন্ডিনে মাছ কেনাবেচা নিয়ে জনগণের সাথে হাতাহাতি

সোহেল চৌধুরী
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৪ Time View

কোটচাঁদপুর সরকারি বলুহর বাওড় লেন্ডিনে মাছ কেনাবেচা নিয়ে প্রায়ই হালদার সম্প্রদায় ও জনগণের সাথে দফায় দফায় হামলা ও মামলা ঘটনা ঘটছে, উদ্ধতম কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সুশীল সমাজ, তবে এলাকাবাসীর দাবী সরকারি বাওড় কিভাবে ব্যক্তি মালিকানা দখলে গল।

এশিয়া মহাদেশের অন্যতম মৎস্য হ্যাচারি ও বাওড় কোটচাঁদপুর বলুহরে অবস্থিত ১৯৭৯ সালে টানা ছয় বছর কার্যক্রম শেষে ১৯৮৫ সালের মাঝা মাঝি সময়ে হ্যাচারি ও বাওড়ের কার্যক্রম শুরু হয়। বিগত ৩০ বছর ধরে এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপুর্ণ অবদান রাখছে।

এখান থেকে প্রতিবছর বিপুল পরিমান রাজস্ব সরকারের খাতায় লিপিবদ্ধ হচ্ছে। প্রতিবছর মোটা অংকের একটা অর্থ যোগ হয় সরকারি কোষাগারে। তবে লোক মুখে শোনা যাচ্ছে গত দুই বছর বাওড় ম্যানেজার সরকারি নির্ধারিত টার্গেট পুরণ করতে ব্যার্থ হওয়াই। বাওড় মৎস্যজীবী সমীতির কাছে গোপনে বাওড় লিজ দেন।

সরকারি বাওড় ব্যক্তি মালিকানা হওয়াই লেন্ডিংএ মাছ কিনতে যাওয়া ও রানী মাছ ধরাকে কেন্দ্র করে প্রায় হচ্ছে হামলা ও মামলার ঘটনা। গতকাল ১৪ই ফ্রেব্রুয়ারি লেন্ডিং মাছ কিনতে যাওয়া বলুহর কুড়িপাড়ার খলিলুর রহমানের ছেলে গোলাম মোস্তফা ও মনির হোসেনের সাথে হালদার সম্পদয়ের ধাক্কাধাক্কি হয়।

এরই পেক্ষিতে আজ আনুমানিক দুপুর ১২ টার সময় শ্রী সুশীল কুমার বিশ্বাসের উপরে আতঙ্কিত হামলা করেন গোলাম মোস্তফা। এছাড়াও সুশীল কুমার বিশ্বাস Alokito Janapad কে জানান গতকাল মাছ কেনা নিয়ে যে ঝামেলা হয়েছিলো আমি সেখানে ছিলাম না।

কিন্তু আমার উপরে হঠাৎ আতঙ্কিত হামলা করে, এবং আমার কাছে থাকা নগদ কিছু টাকাও ছিনিয়ে নেয়। আমি এই হামলার সঠিক বিচার আশাবাদী। ওদিকে হামলাকারি গোলাম মোস্তফার কাছে Alokito Janapad জানতে চাইলে তিনি বলেন আমরা নগদ টাকা দিয়ে মাছ কিনতে গিয়েও মাছ পাওয়া যাই না।

সরকারি নির্ধারিত টাকা দিলেও মাছ দেওয়া যাবে না বলে জানিয়ে দেন। তবে সরকারি বাওড় আইনে উল্লেখ আছে আগে লেন্ডিং এ জনগণের কাছে মাছ বিক্রি করে, বাকিটা বাজারজাত করতে হবে এমন প্রশ্ন করলে আমার ছোট ভাই মনির হোসেনকে চর থাপ্পর ও কিল ঘুষী মারেন, ঘটনাস্থলে থাকা হালদার জনগোষ্ঠি ঘটনার সত্যতা নিশ্চিত করতে ঘটনা স্থানে গেলে বাওড় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক রনজিৎ হালদার জানান গতকাল লেন্ডিংএ মাছ কেনা নিয়ে একটু হাতাহাতি হলেও সেখানেই আমরা মিমাংসা করে দেই।

কিন্তু আজ দুপুরে হঠাৎ শুনতে পায়, আমাদের এক সদস্য সুশীল কুমার বিশ্বাস কে রাস্তায় আতঙ্কিত হামলা করেন গোলাম মোস্তফা( ৩৫) ও শ্রী কৃষ্ণপদ হালদার (৪০) পিতা মৃত গুরুপদ হালদার উভয় সাং বলুহর সরকারি বাওড় মৎস্যজীবী সমীতির আওতায় কিভাবে আসলো সাংবাদিকের এমন প্রশ্নে তিনি জানান গত দুই বছর বাওড় ম্যানেজার সিদ্দিকুর রহমান সরকারি নির্ধারিত টার্গেট পুরন করতে ব্যার্থ হওয়ার ৯০ লক্ষ টাকায় এক বছরের জন্য আমাদের কাছে লিচ দেন।

সরকারি বাওড় কিভাবে লিজ নিলেন জানতে চাইলে বলেন, এটা বাওড় ম্যানেজার জানে, এব্যাপারে বাওড় ম্যানেজার জনাব সিদ্দিকুর রহমানের অফিসে না পেয়ে, মুটোফোনে ফোন করলে তিনি জানান আমি একটা মিটিং বাইরে আছি তবে শুনেছি মারামারি মতো ঘটনা ঘটেছে, আমি ঘটনাস্থলে ছিলাম না।

সরকারি বাওড় মৎস্যজীবী সমিতির কাছে লিজ দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাওড় ম্যানেজার বলেন সবকিছু আমার দায়িত্বেই আছে আমি মিটিং শেষে কোটচাঁদপুর আসলে বিস্তারিত জানাবো বলে ফোনটা রেখে দেন। এব্যাপারে কোটচাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense