
নরসিংদীর পলাশে পুলিশের হাতে বিভিন্ন অপরাধে ৬ আসামী গ্রেফতার হয়েছে। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার তাদের বিভিন্ন এলেকা থেকে আটক করা হয়।
পুলিশ জনায়, এরা হচ্ছে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী ১ জন, ফৌ:কা:বি: আইনের ১৫১ ধারা মোতাবেক ৩ জন, চুরি মামলায় ১ জন ও রিমান্ড ফেরত ১ জন রয়েছে।
গ্রফতারকৃত আসামীগণ হচ্ছে ১। হৃদয় (২৪) পিতা-জামাল উদ্দিন সাং-রামাইনন্দী ২। ইব্রাহিম (২১) পিতা-মো: রবিন মিয়া সাং-নিমাইনন্দী
৩। আসিক (২১) পিতা-মো: খোকন মিয়া সাং-নিমাইনন্দী সর্ব থানা-পলাশ জেলা-নরসিংদী ৪। কবির হোসেন ওরফে কাউসার (৩০) পিতা-সাদিক মিয়া সাং-মরজাল (বটিয়ার) থানা-রায়পুরা জেলা-নরসিংদী ৫। মো: মনির হোসেন পিতা-জজ মিয়া সাং-খালিশকারটেক সাং-(ঘোড়াশাশ বাইপাস কাউন্টারের দক্ষিন পাশে) থানা-পলাশ জেলা-নরসিংদী। ৬। নুরআেলম ওরফে নুরুল আমনি ওরফে মঠিাই (৫০) পতিা- মোঃ ইয়াকুব আলী ওরফে ইউনুস, সাং- মাঠয়িাল কান্দা (মাটয়িালকান্দা) থানা-মাধবদী, জেলা-নরসিংদী।
এই গ্রেফতার অভিযানটি পলাশ থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই মো: আজাদ হোসেন, এসআই মো: আরিফ খান, এএসআই মোজাম্মেল হক, এএসআই হারুন অর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পরিচালিত হয়। পরে গ্রেফতারকৃত ৬ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
Leave a Reply