শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সোহেল হোসেন, লক্ষীপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৫ Time View

লক্ষ্মীপুর সদর হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস রুনার অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০দশ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী প্রসূতি তাছলিমা বেগম এই অভিযোগ করেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত মঙ্গলবার (০৮আট ফেব্রুয়ারি) বিকেলে তাছলিমা বেগমের প্রসব ব্যথা ওঠলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের বাসিন্দা মো. রাজুর স্ত্রী। হাসপাতালে নেওয়া হলে আলট্রাসনোগ্রাফি প্রতিবেদন অনুযায়ী বাচ্চা সুস্থ ও স্বাভাবিক রয়েছে জানিয়ে নরমাল ডেলিভারির আশ্বাস দেওয়া হয়। পরে প্রসূতির অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক সিজারের অনুরোধ করলেও ডা. জান্নাতুল ফেরদৌস রুনা তা করেননি। সিজার করতে ডা. রুনা সময়ক্ষেপণ করেন বলে অভিযোগ করেন প্রসূতির স্বজনরা। দুদিন পর বৃহস্পতিবার সকালে প্রসূতির সিজার করে জানানো হয় নবজাতক মারা গেছে। এই নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।
প্রসূতি তাছলিমা বেগম বলেন, হাসপাতালে এসে আল্ট্রাসোনাগ্রাম করেছি। রিপোর্টে আমার বাচ্চা সুস্থ ও স্বাভাবিক ছিল বলে জানানো হয়। এতে চিকিৎসক নরমাল ডেলিভারির আশ্বাস দেন। পরে ব্যথা বাড়লে চিকিৎসক রুনাকে বারবার বললেও তিনি কোনো ব্যবস্থা নেননি। চিকিৎসকের অবহেলার কারণেই আমার বাচ্চা মারা গেছে। এই বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ডা. জান্নাতুল ফেরদৌস রুনার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অপারেশন থিয়েটারে আছেন বলে ফোন কেটে দেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন জানান, চিকিৎসায় অবহেলা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অবহেলার প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense