শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

মেডিকেল স্কুল কলেজ বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে রবিবার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩৯২ Time View

দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় মেডিকেল কলেজের বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার (২৩ জানুয়ারি) বৈঠকে বসতে যাচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। বৈঠকে মেডিকেল বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, দেশের মেডিকেল কলেজগুলো পুরোপুরি বন্ধ করা হবে না। পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ওয়ার্ড চালু রাখা হবে। এছাড়া অন্যান্য বর্ষের ক্লাস অনলাইনে নেয়া হবে। আর বিভিন্ন বর্ষের প্রফেশনাল পরীক্ষা চলমান থাকবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন শনিবার (২২ জানুয়ারি) বলেন, সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সেটি আমরা দেখেছি। ওই প্রজ্ঞাপনের সাথে যদি মেডিকেল কলেজ বন্ধের বিষয়টি মেলানো হয় তাহলে আমরা মেডিকেল বন্ধ করে দেব। মেলানো না হলে মেডিকেল বন্ধ হবে না।

তিনি আরও বলেন, মেডিকলে কলেজের পড়ালেখা অন্যদের তেকে একটু ভিন্ন। এখন যারা পরীক্ষা দিচ্ছেন দুইদিন পর তারা চিকিৎসক হবেন। সম্মুখযোদ্ধা হয়ে মানুষের সেবা করবেন। তাই প্রফেশনাল পরীক্ষাগুলো বন্ধের পরিকল্পনা নেই। প্রফেশনাল পরীক্ষাগুলো চলমান থাকবে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধসহ বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিক স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ জানুয়ারি থেকে আগামী ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।

সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০-র বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবে তাদের অব্যশই টিকা সনদ/২৪ ঘন্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

এতে আরও বলা হয়, সরকারি/বেসরকারি অফিস, শিল্প কারখানাসমূহে কর্মকর্তা/কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন; বাজার-শপিং মল, মসজিদ, বসন্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরণের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনিটর করবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense