গোপালগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত মধুমতি নদী পুনঃ খননের কাজ শুরু হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গণি, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা
সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন সহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে জেলার হরিদাসপুর পয়েন্ট থেকে চাপাইল ব্রিজ পর্যন্ত (প্রায় সাড়ে ৮ কিলোমিটার) এ খাল পুনঃখনন করা হবে।
এতে মূল মধুমতি নদীর সঙ্গে সংযোগ স্থাপনকারী শহরের মধ্য দিয়ে প্রবাহমান মধুমতি নদীর অংশে পানি প্রবাহ স্বাভাবিক হবে। মানুষের দৈনন্দিন পানির চাহিদা নিশ্চিত হবে। সেই সাথে শহরের নান্দনিকতা বৃদ্ধি পাবে। সৌন্দর্যবর্ধন ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত হবে। মধুমতি নদী খননে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা।
আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/alokitojanapad
আলোকিত জনপদ টুইটার আইডিটি ফলো করুন
https://twitter.com/alokito_janapad
দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
https://www.youtube.com/channel/UCNzUOMDlhwvg5q6Mu_x3khQ