নাটোরের নলডাঙ্গায় মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে এক শিক্ষার্থী গণধর্ষনের শিকার হয়েছে। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে নাটোর সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ছাতনী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, একই এলাকার শহিদুল ইসলাম,শরিফুল ইসলাম, কাজল হোসেন,আসাদুল ইসলাম এবং আমিনুল ইসলাম। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এক স্কুল শিক্ষার্থী মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে খালার বাড়ি ছাতনীর উদ্দেশ্যে বের হয়।
পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাতনী দিয়ার এলাকায় পৌঁছলে শহিদুল ইসলাম নামে এক যুবক তাকে খালার বাড়ি পৌঁছে দেবার কথা বলে কৌশলে ওই এলাকার এক লেবু বাগানে নিয়ে যায়। সেখানে সে সহ আরও সাতজন ওই শিক্ষার্থীকে গণধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যায়।
পরে রাতেই অভিযান চালিয়ে গণধর্ষণকারী পাঁচজনকে আটক করে নাটোর সদর থানা পুলিশ। এঘটনায় আরও তিন ধর্ষণকারী পলাতক রয়েছে। বর্তমানে মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে আটজনকে অভিযুক্ত করে দুপুর একটায় সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/alokitojanapad
আলোকিত জনপদ টুইটার আইডিটি ফলো করুন
https://twitter.com/alokito_janapad
দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
https://www.youtube.com/channel/UCNzUOMDlhwvg5q6Mu_x3khQ
Leave a Reply