বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

গৃহ নির্মাণ কাজে নিয়োজিত মিস্ত্রীদের দক্ষতা অর্জনের লক্ষ্যে গোপালগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৩৬ Time View

মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জে “রাজমিস্ত্রী, কাঠ মিস্ত্রী ও রং মিস্ত্রীদের অধিকতর দক্ষতা অর্জনের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

গোপালগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.আব্দুর রহমান।

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, উপজেলা প্রকৌশলী এম. জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.আলাউদ্দিন, সহকারী প্রকৌশলী রবিউল হোছাইন, কার্যসহকারী মো.কামরুল ইসলাম, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ গৃহ নির্মাণ কাজে সংশ্লিষ্ট মিস্ত্রীগণ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলা উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উজ্জ্বল মন্ডলের সঞ্চালনায় দিনব্যাপী পরিচালিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রায় দেড় শতাধিক মিস্ত্রী হাতে-কলমে ও ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense