বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১৭১ Time View

৪র্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর (রোববার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে।

ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আজ বুধবার বিকালে প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজী শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আয়নাল হোসেন শেখ, উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো খায়রুল হাসান, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ও সাধারণ প্রার্থীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, দ্বিতীয় ধাপে গত ১৪ নভেম্বর কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের এবং তৃতীয় ধাপে ২৮ নভেম্বর মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন যেমন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ঠিক তেমনি কোটালীপাড়ায়ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আলোকিত জনপদ .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category