শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

অভয়নগরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ১ হাজার ২৭৫ কৃষক

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৫৬ Time View

জেলার অভয়নগর উপজেলায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ১হাজার ২৭৫ কৃষক।কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২১-২০২২ মৌসুমে গম, ভূট্টা, সরিষা,সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ,মুগ-মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১হাজার ২৭৫ কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী জানান, গম ফসলের জন্য ২শ’ জন কৃষক জনপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। ভূট্টা ফসলের জন্য ২শ’ জন কৃষক জনপ্রতি ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।

সরিষা ফসলের জন্য ৬শ’ জন কৃষক জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। সূর্যমূখী চাষের জন্য ১০ জন কৃষক জনপ্রতি ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।পেঁয়াজ চাষের জন্য ৩৫ জন কৃষক জনপ্রতি ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন এবং মুগ-মসুরের চাষের জন্য ২৩০ জন কৃষক জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার পাবেন।
কৃষকদের বিভিন্ন ফসল আবাদে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে এসব কৃষি প্রণোদনা প্রদান করা হচ্ছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানান। (বাসস)

আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/alokitojanapad

আলোকিত জনপদ টুইটার আইডিটি ফলো করুন
https://twitter.com/alokito_janapad

দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
https://www.youtube.com/channel/UCNzUOMDlhwvg5q6Mu_x3khQ

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category