রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মাদারীপুরে আলোচিত মাদ্রাসা ছাত্রী দীপ্তি হত্যা মামলায় আসামির ফাঁসির আদেশ মুকসুদপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল অনুষ্ঠিত পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল

ঘরোয়া পাঁচ উপায়েই পাবেন গোলাপি ও নরম ঠোঁট

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪৩ Time View

মিষ্টি হাসি দেখে সবারই মন ভালো হয়ে যায়। তবে হাসিটাকে আরো সুন্দর ক’রতে ঠোঁটের জুড়ি নেই। তাইতো সুন্দর, নরম ও গোলাপি ঠোঁট সবাই চায়। কিন্তু আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের ঠোঁটের উপর প্র’ভাব প’ড়ে। ফলে ঠোঁট ফাটার স’মস্যা দেখা দেয়। এছাড়া পর্যাপ্ত পরিমাণ পানি পানের অভাবে ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যায়। এই স’মস্যা থেকে পরিত্রাণ পেতে কিছু ঘরোয়া উপায় রয়েছে।

ভারতের জীবনধারা ও স্বা’স্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্র’তিবেদনে এমন কিছু পরাম’র্শ দেয়া হয়েছে, যা অনুসরণ করলে আপনার ঠোঁট হয়ে উঠবে গোলাপি, নরম আর সুন্দর। চলুন জে’নে নেয়া যাক সেই পরাম’র্শগুলো-

ভ্যাসলিন, মধু ও অলিভ অয়েল
ভ্যাসলিন ঠোঁট নরম ক’রতে বেশ কা’র্যকর। এছাড়া ভ্যাসলিনের স’ঙ্গে মধু ও অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লা’গাতে পারেন। এটি আপনার ঠোঁট নরম করবে। ভ্যাসলিন, মধু ও অলিভ অয়েলের পেস্ট বানিয়ে তা দিয়ে ঠোঁট ম্যাসাজ করলে ঠোঁট ফাটাও উপশম হবে।

মধু ও লেবু
এক চামচ মধুর স’ঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে ঠোঁটে লা’গান। এটি ৩০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ঠোঁট নরম ও উজ্জ্বল হবে।

নারকেল তেল
নারকেল তেল আমাদের ত্বক ও চুলের জন্য খুব উপকারী। এ তেল ঠোঁটকে আর্দ্র করে এবং ফাটা থেকে সুর’ক্ষা দেয়। রাতে ঘুমানোর আগে ঠোঁটে নারকেল তেল লা’গাতে পারেন। এতে ঠোঁট নরম ও উজ্জ্বল হবে।

মধু ও লাল চিনি
এক চামচ মধুর স’ঙ্গে পরিমাণমতো লাল চিনি মিশিয়ে সেটি ঠোঁটে লা’গান। তারপর আলতো করে মালিশ করুন। কিছুক্ষণ স্ক্রাবিংয়ের পর হালকা গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। দেখবেন চ’মক।

অ্যালোভেরা
ঠোঁট ফাটার স’মস্যায় অ্যালোভেরা জে’ল ব্যবহার ক’রতে পারেন। রাতে ঘুমানোর আগে ঠোঁটে অ্যালোভেরা জে’ল লা’গান। অ্যালোভেরা জে’ল লা’গালে ঠোঁট আর্দ্র থাকে। এতে ঠোঁট নরম ও গোলাপি হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category