শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ জনকে অথদন্ড জরিমানা

রেজাউল করিম
  • Update Time : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২২৬ Time View

কক্সবাজারের পেকুয়ায় সরকার ঘোষিত লকডাউন অমান্য কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১২জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো.মোতাছেম বিল্ল্যাহর নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে সরকারি বিধি-নিষেধ না মানায় মোবাইলের দোকান, শপিং মল ও অটোরিকশা চালকসহ ১০জনকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার চৌমুহনী ও পেকুয়া বাজারের বিভিন্ন দোকানপাট ও হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উপজেলা প্রশাসন পেকুয়া কতৃক পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সংক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন -২০১৮) এর আওতায় ১০ টি মামলা দায়ের করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ বলেন, সরকার ঘোষিত লকডাউন অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইতিমধ্যে পেকুয়ায় করোনা সংক্রমণ অনেকহারে বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, বিনা প্রয়োজনে ঘর থেকে বের কেউ বের হওয়া যাবে না। বাধ্যতামুলকভাবে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। এ ব্যাপারে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকারও আহবান জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category