ঢাকার অদূরে অতিনন্দিত আশুলিয়া ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের শাহবুদ্দীন মাদবর চেয়ারম্যানের বিরুদ্ধে রয়েছে দূর্ণীতি, অপরাধ, ভূমিদস্যুতা, ধর্ষণ মামলা সহ একাধিক অভিযোগ। এলাকাবাসী জানানঃ শাহাবুদ্দিন মাদবর এর বিরুদ্ধে এলাকায় মানববন্ধন করা সহ বিভিন্ন ইলেকট্রিক ও পিন্ট মিডিয়া, সহ অনলাইন পত্রিকায় বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এতেও কোন প্রভাব পরেনি তার উপর। শাহাবুদ্দীন মাদবর দলীয় ক্ষমতায় দিচ্ছেন রাষ্ট্রপতির দোহাই। এত অপরাধের করার পরও থাকছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের (চেয়ারম্যান) আতংকে জীবন যাপন করছি আমরা আশুলিয়া বাসী। বাংলাদেশের কর্নধর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দূর্ণীতি বাজ,চাঁদাবাজ,ভূমিদস্যু, ধর্ষণ করীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী করলেও, কাউকেই তোয়াক্কা করছেন না তিনি। অভিযোগ সুত্রে জানা যায়ঃ সম্প্রতি আশুলিয়ার মাসজিদুন নুর কেন্দ্রীয় মসজিদের প্রেস ইমাম মোঃ মুফতি মাসউদ মোস্তফা (৩৩) পিতা মাওলানা গোলাম মোস্তফা, তার দুই মাসে বেতন চাওয়ায় তাকে হেনস্থা ও বিভিন্ন হুমকি সহজ প্রাননাশের হুমকি।, প্রধানের দ্বারে মোঃ শাহাবুদ্দিন মাদবর চেয়ারম্যান (৬০) আশুলিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ আশরাফ উদ্দিন মাদবর (৫৪) উভয় পিতা মৃতঃ ওহাব মাদবর, সাং টংগাবাড়ি, আশুলিয়া, মোঃ মজিবর (৬০) পিতা মজম আলী, সহ তিন জনের বিরুদ্ধে ২৮/০৬/২০২১ ইং তারিখ আশুলিয়া থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ইমাম। আশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাবুদ্দীন মাদবরের নেত্রীতে প্রতিনিয়ত ঘটছে এধরণের ঘটনা কোন বিচার পাচ্ছে না ভুক্তভোগী সাধারণ মানুষ। , হচ্ছে মামলা, হচ্ছে অভিযোগ, কোন এক অদৃশ্য কারণে প্রশাসন থাকছেন ধরাছোঁয়ার বাইরে, নিরব ভূমিকায়। উক্ত বিষয়ে জানতে শাহাবুদ্দিন মাদবর (চেয়ারম্যান) আশুলিয়া ইউনিয়ন পরিষদ কে জানতে তার মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি। ধারাবাহিক,,,,, (পর্ব ১)
Leave a Reply