চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট আম বাজার,দেশের বৃহত্তর আমবাজার।আম মৌসুমে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন কৌশলে যে যার মত চাঁদাবাজি করে থাকে।তারই ধারাবাহিকতায় ২০১৮ আইনে টার্মিনাল চার্জ ছাড়া প্রবেশ বা বের হওয়ার কোন চাঁদা আদায়ের নিয়ম নেই, আইনকে তোয়াক্কা না করেই চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত কানসাট আম বাজারে চলছে চাঁদাবাজি । শ্রমিক ইউনিয়নের চালান বিক্রি করে প্রত্যেক ট্রাক থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা, কানসাট আম বাজারে কোন টার্মিনাল না থাকার পরেও সেখানে শ্রমিক ইউনিয়নের দুইটি অফিস একত্রিত হয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।মূলত দুপুরের পর থেকেই এই চাঁদাবাজি শুরু হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ (৩) উপ-ধারা (২) এর অধীন নির্ধারিত টার্মিনাল চার্জ ব্যতীত টার্মিনালে কোনো পরিবহণযান বা মোটরযান প্রবেশ বা বাহির হইবার সময়, বা সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে চলাচলের সময় উহার নিকট হইতে কোনোরূপ অর্থ অবৈধভাবে আদায় করা যাইবে না। আইন থাকা সত্ত্বেও কানসাটে দুইটি অফিস আন্তঃজেলা ও কভাড ভ্যান -৬২৩ মিলে একটি সমন্বয় অফিস গড়ে ওঠে সে অফিসের রেজিষ্ট্রেশন নং রাজঃ ৪৭৪ এ নাম্বারে চাঁদা আদায় করছে।এ বিষয়ে কানসাট অফিসের দায়িত্ব প্রাপ্ত নেতা মোঃবাইতুল মোকাদ্দেস ও মোঃসোহেল আহমেদ ফিটুর সাথ যোগাযোগ করা হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি সমিতির সেক্রেটারী আব্দুল খালেক এর নাম বলে এবং তার সাথে যোগাযোগ করতে বলে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান সমিতির সেক্রেটারি আব্দুল খালেক এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি কথা বলবেন না বলে ফোনটা রেখে দেন।
Leave a Reply