গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার৬নংমৌচাক এলাকায় চলছে অবৈধ গ্যাস সংযোগের রমরমা ব্যবসা। স্হানীয় বাসার মালিকের সাথে কথা বলে জানা যায় প্রতি মাসে১চুলায়৫০০টাকা করে দিতে হয় একটি দালালচক্রকে।
কোন কোন বাসা বাড়ীতে অবৈধ গ্যাসের চুলা আছে ১৫-৪০টা পর্যন্ত তারা সবাই দালাল চক্রকে টাকা দিয়েই অবৈধ ভাবে গ্যাসের সংযোগ জ্বালিয়ে আসছেন।কালিয়াকৈর উপজেলার তিতাস গ্যাসের মহা-ব্যবস্থাপক মোঃমামুন সাহেবের সাথে মুঠোফোনে কথা বললে তিনি সাংবাদিকদের জানান, কিছুদিন আগে মৌচাক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছিলো।
যেহেতু তারা পূনরায় গ্যাস সংযোগ দিয়েছে দালাচক্রের মাধ্যমে। তাহলে ২-একদিনের মধ্যেই অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply