নড়াইলের কালিয়া থানাধীন যাদবপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩৭ পিচ ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসমী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম।
১৭ জুন বৃহস্পতিবার রাত্রি সাড়ে ১২ ঘটিকার দিকে মো: বাদল ফকির (২৭) নামে ওই যুবক কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অফিসার এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় কালিয়া থানাধীন যাদবপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মো: বাদল ফকির (২৭) কে ৩৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
আটককৃত মো: বাদল ফকির (২৭) কালিয়া থানার যাদবপুর গ্রামের মৃত- মো: সালাম ফকির এর ছেলে। এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে যাদপুর এলাকায় অভিযান চালিয়ে আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছি এবং গ্রেফতার পূর্বক তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে,তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/alokitojanapad
দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
Leave a Reply