সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অরুণ মিত্র ভারতের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে আগামী মাসে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান হিসেবে কাজ করতে পারেন। গত কাল ভারতের উচ্ছ ক্ষমতা সম্পন্ন মানবাধিকার কমিশন বোডের বৈঠকে এমন সিদ্ধান্ত নেন।
এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরাস্ট্র দপ্তরের মন্ত্রী শ্রী অমিত শাহ এবং ভারতের লোকসভার চেয়ারম্যান শ্রী ওম বিড়লা ও কেন্দ্রীয় আইন মন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদ এবং ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী ও রাজ্যসভার বিরোধী দলের নেতা শ্রী মল্লিকার্জুন খাগরে নেতৃত্বে কমিটি গঠন করে সাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ কুমার মিত্র নাম প্রস্তাব করা হয়।
সেই সঙ্গে আরও তিনটি নাম আলোচনা তে আসে। সেগুলো বাতিল হয়ে যায়। পরবর্তী ভারতের জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন শ্রী অরুণ কুমার মিত্র। তাকে নিয়োগ করবেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী রাধানাথ কোবিন্দ।
আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/alokitojanapad
দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন