শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

এপি ও আলজাজিরা টেলিভিশন এর পাশে দৈনিক নিউজ বাংলা ’ঘৃণাকর বলে, শিরোনামে সংবাদ প্রকাশ

এস এম কায়সারঃ চট্রগ্রাম ব্যুরো
  • Update Time : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৪২৭ Time View

তিনি একটি সংবাদ প্রকাশ করছেন,প্রকাশিত নিউজ সম্পন্ন তুলে ধরা হলো। আক্রান্ত মিডিয়া। আক্রান্ত আল জাজিরা, এপি। কী অবলীলায় একটি মিডিয়া ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে তার সাক্ষী পুরো দুনিয়া।

ঘটনাটি সরাসরি সম্প্রচার করেছে আল জাজিরা। কয়েকটি মুহূর্ত। বহুতল ভবনটি চূর্ণবিচূর্ণ হয়ে মিশে গেল মাটিতে। যেন একটি প্রতীকী দৃশ্য।

বাকস্বাধীনতা আর গণমাধ্যমের স্বাধীনতাকে ধুলায় মিশিয়ে দেয়ার প্রচেষ্টা। মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার। তোমরা চুপ হয়ে যাও। প্রায় ১২ বছর ধরে ভবনটিতে অফিস করতেন আল-কাহলাউত। গাজায় ইসরাইলি বর্বরতার খবর দিয়ে এরইমধ্যে বিশ্বব্যাপী এক পরিচিত মুখ।

আল জাজিরার এই সংবাদদাতা গতকাল বিবরণ দিচ্ছিলেন তার দীর্ঘ দিনের স্মৃতি বিজড়িত অফিসটি কীভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরাইলি বাহিনী।

তিনি বলেন, এই ভবন থেকে আমি অনেক খবর প্রচার করেছি। এখানে সহকর্মীদের সঙ্গে আমাদের অনেক সুখ-স্মৃতি রয়েছে। কিন্তু মাত্র এক মিনিটের মধ্যে  এটিকে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। ক’দিন ধরেই অশান্ত গাজা। আকাশে ইসরাইলি বোমারু বিমানগুলো উড়ছে।

মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের হানা। মারা যাচ্ছে মানুষ। নারী-শিশু রেহাই মিলছে না কারোরই। ঈদের নতুন জামা পরে ঘুমিয়েছিল শিশুগুলো।

পরক্ষণেই মিলেছে তাদের লাশ। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হয়েছে পাঁচ মাস বয়সী একটি জীবিত শিশু। কিন্তু তার পরিবারের কেউ বেঁচে নেই।

বাঁচার জন্য কী করছেন তারা? দুটি মাত্র কৌশল। পরিবারের সবাই এক রুমে ঘুমাচ্ছেন। যেন মরলে সবাই একসঙ্গেই মরেন। আবার কেউ কেউ আলাদা আলাদা রুমে ঘুমাচ্ছেন।

পরিবারের কেউ একজন বেঁচে থাক। দাফনটা যেন ভালোমতো হয়। ক’দিনে এটাই গাজার কাহিনী। এই বাস্তবতার খবরই দুনিয়ার সামনে তুলে ধরছিল আল জাজিরা।

পশ্চিমা মিডিয়া বরাবরই ফিলিস্তিন সংকটের খবর প্রচার করতে গিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত। এবারও তার ব্যতিক্রম হয়নি। হামাস তাদের চোখে সন্ত্রাসী।

কারণ তারা রকেট ছোড়ে। কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যারা মানুষ হত্যা করে তাদের ব্যাপারে তারা নীরব। তবুও মিডিয়া যতটুকু সরব সেটাও যেন পছন্দ নয় ইসরাইলের।

যে কারণে এভাবে প্রকাশ্যে মিডিয়া ভবন গুঁড়িয়ে দেয়া হলো। ১০ মিনিট বাড়তি সময় চেয়েছিলেন ভবনের মালিক। তাতেও সাড়া দেয়নি ইসরাইলি বাহিনী।

ইসরাইলের পক্ষ থেকে ওই ভবনে হামাসের কার্যক্রম চালানোর অভিযোগ করা হয়েছে। যা একবাক্যে নাকচ করে দিয়েছেন ভবনটির মালিক ও গণমাধ্যম কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এপি এ ব্যাপারে প্রমাণ চেয়েছে ইসরাইলের কাছে। এপি’র প্রেসিডেন্ট গ্যারি প্রুইত এক বিবৃতিতে বলেন, এই ভবনটিতে ১৫ বছর ধরে এপি’র ব্যুরো অফিস।

কিন্তু এ সময়ে ভবনটিতে হামাসের কোনো অস্তিত্ব বা সক্রিয়তা আমরা দেখিনি। এ ব্যাপারে ইসরাইলকে প্রমাণ দিতে হবে। কেন এই হামলা? আগেই বলেছি, বার্তা পরিষ্কার।

গাজায় বর্বরতার ছবি যেন আড়ালে চলে যায়। মিডিয়া যেন চুপ হয়ে যায়। আল জাজিরার জেরুজালেম ব্যুরো প্রধান অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, ‘এটা কখনো সম্ভব নয়।

আমরা চুপ করবো না।’ আমরা দ্ব্যর্থহীন ভাষায় গাজায় মিডিয়া ভবনে এই হামলা’র নিন্দা জানাই। আমরা দাবি করছি, পুরো ঘটনার আন্তর্জাতিক তদন্তের।

দোষীদের যেন বিচারের আওতায় আনা হয়। আর এই কঠিন সময়ে দৈনিক নিউজ বাংলা অনলাইন পোর্টাল সহমর্মিতা ও সমর্থন প্রকাশ করছে আল জাজিরা ও এপিসহ আক্রান্ত গণমাধ্যমের প্রতি।

সত্যের জন্য এ লড়াই ইতিহাসে নতুন কিছু নয়। আপনাদের এই ত্যাগ নিশ্চয়ই মানব জাতি স্মরণ করবে, বহুদিন। সত্যের জন্য লড়াই চলবে। বোমারু বিমান যতোই গর্জাক না কেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense