বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন কাশিয়ানীর কৃতিসন্তান এম খুরশীদ হোসেন

 কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৯০ Time View

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন কাশিয়ানীর কৃতিসন্তান এম খুরশীদ হোসেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশীয়ানী সদর ইউনিয়নের পশ্চিম বরাশুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালের ৫ জুন জন্মগ্রহণ করেন তিনি।

তাঁর বাবার নাম মোঃ আবুল হোসেন। মায়ের নাম খাদিজা বেগম। ৪ ভাই ও ৬ বোন নিয়ে তাদের সুখের সংসার। আবুল হোসেন ও খাদিজা দম্পতির বড় সন্তান হলেন এম খুরশীদ হোসেন।

মেজো সন্তান মোঃ জাকির হোসেন পেশায় একজন শিক্ষক। সেজো সন্তান মোঃ মনির হোসেন এবং কনিষ্ঠ সন্তান মোঃ মঞ্জুর হোসেন দু’জনই প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

এছাড়া ছয় কন্যা সন্তানদের উপযুক্ত পাত্রের সাথে পাত্রস্থ করা হয়েছে। এম খুরশীদ হোসেনের বাবা বর্তমানে বেঁচে নেই কিন্তু মা জীবিত রয়েছেন।

মা তার সন্তানদের গভীরভাবে ভালোবাসেন। সন্তানেরাও সর্বদা তাদের মায়ের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জ্ঞাপন করেন। এ বিষয়ে কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান গণমাধ্যমকে জানান, আবুল হোসেন ও খাদিজা দম্পতির সব সন্তানেরাই ধর্মীয় ও মানবিক আদর্শে বড় হয়েছেন।

তাদের পরিবার একটি যৌথপরিবার। বর্তমান যুগে এ ধরনের সফল যৌথপরিবার খুব কম সংখ্যকই দেখতে পাওয়া যায়। এ পরিবারের বড় সন্তান এম খুরশীদ হোসেন ১২ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে (পুলিশ ক্যাডার) এ প্রশিক্ষণ শেষ করে নিজ কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আজ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।

এটা আমাদের কাশিয়ানী বাসীর জন্য সত্যিই গর্বের বিষয়। আমরা কাশিয়ানী উপজেলা বাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

সেই সাথে তাঁর ও পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করছি। উল্লেখ্য, সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৯ম সভায় বিসিএস (পুলিশ) কাড্যারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি গ্রেড-২) পদে বর্ণিত ০৪ (চার) জন কর্মচারীকে পদোন্নতি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাব।

রে সুপারিশ পাঠান। পরে চলতি মাসের ১২ই মে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার কর্তৃক গত ১৬ মে ২০২১ ইং তারিখে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ০৪ (চার) জনকে উপ মহাপরিদর্শক পদ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

এরা হলেন মোঃ দিদার আহম্মদ, মোঃ আতিকুল ইসলাম, এম খুরশীদ হোসেন ও মোঃ শফিকুল ইসলাম। এরমধ্যে মোঃ দিদার আহম্মদ ও এম খুরশীদ হোসেনের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense