আধুনিক চিকিৎসা বিজ্ঞানে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং মানব জিন সিকোয়েন্স বিশ্লেষণের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর ব্যক্তিগতকৃত স্বাস্থ্যসেবা নিয়ে দেশে প্রথমবারের মতো বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পহেলা ডিসেম্বর ২০২৫, সোমবার সন্ধ্যায় বিআরবি হাসপাতালস লিমিটেডের নিজস্ব হলরুমে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সাকিনুর ইসলাম মন্ডল।
সেমিনারে তুলে ধরা হয়, উন্নত এ প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা কীভাবে প্রেডিকটিভ ও প্রিভেন্টিভ হেলথকেয়ার সেবা পেতে পারেন—যা ভবিষ্যতের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি পূর্বাভাস, প্রতিরোধ এবং সময়মতো সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে থ্যালাসেমিয়া ক্যারিয়ার দম্পতির ক্ষেত্রে গর্ভবতী মায়ের রক্তের নমুনা বিশ্লেষণ করে গর্ভের শিশুর থ্যালাসেমিয়া নির্ণয়ের সর্বাধুনিক পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।
বিআরবি হাসপাতালস লিমিটেডের প্রোগ্রামার ও জেনোফ্যাক্স কনসালটেন্ট তরুন কুমার ঘোষের প্রেরিত ই-মেইলে জানানো হয়, সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালস লিমিটেডের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)–এর কেন্দ্রীয় সহ–সভাপতি আর কে মন্ডল (রবিন)সহ অন্যান্য অতিথিরা।
মন্তব্য করুন