লক্ষ্মীপুরে উপজেলার রায়পুরে ১ হাজার ৪০০ জন নারী-পুরুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া। তার নিজস্ব অর্থায়নে ‘মানবিক যুবলীগ’র ব্যানারে সোমবার এসব বস্ত্র বিতরণ করেন।
জানা গেছে, রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ১ হাজার ৪০০ অসহায় নারী-পুরুষকে শাড়ি-লুঙ্গি ও ২ শতাধিক নেতাকর্মীকে পাঞ্জাবি উপহার দেন যুবলীগ নেতা বায়েজীদ।
পরে কেরোয়া লুধুয়া ভূঁইয়া বাড়িতে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাইদুল বাকিন ভূঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাকি বিল্লাহর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর, সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমুখ।
এদিকে, করোনাকালীন অসহায় মানুষের কল্যাণে যুবলীগের পক্ষ থেকে সহযোগিতার হাত বাঁড়িয়ে দিয়েছেন বায়েজীদ ভূঁইয়া। কৃষকের ধান কেটে দেওয়াসহ খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তাও করেছেন।