লোহাগড়া নড়াইল নড়াইল জেলা-১ আসনে ৪নং মাউলি ইউনিয়নের জনগন আজ বৃষ্টির কারনে চলাচলের ব্যঘাত ঘটে।কিছু নমুনা তুলে দেওয়া হল।
প্রতিনিয়ত যাতায়াত করে শতশত লোক। আজ রোডের যদি এই অবস্থা হয় তাহলে মানুষের দুর্ঘটনার স্বীকার হতে পারে। কিছু লোকের সাথে কথা বলে জানতে পারলাম এই মাউলি টু মহাজন বাজারে যেতে ভুগতেছে লোকজন।আজ সারাদিন অথাৎ সকাল ৯টার হতে শুরু হয় বৃষ্টির প্রকোপ সন্ধা পযর্ন্ত।
এই দুর্ভোগ কাটাতে পারেন-“নড়াইল আসন-১ মাননীয় এমপি কবিরুল হক মুক্তি মহোদয়” তিনি নজর না দেওয়ার কারনে তাদের খুবই অসুবিধার ভিতর চলাচল করতে হচেছ ।তাদের দাবী পুনরায় রোডটি যেন ভালো করে দেয়।সাধারন জনগন উপকৃত হতো।