পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি,জাতীয় সংসদের মাননীয় হুইপ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
মঙ্গলবার এক বিবৃতিতে দেশবাসী সহ শেরপুর বাসীকে তিনি এই শুভেচ্ছা জানান।এসময় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,হুইপ আতিক বলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
৭১ রণাঙ্গনের রণবীর, শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ সরকারের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।
ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে।
পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। সবাই স্বাস্থ্য বিধিমেনে চলুন মাক্স পরিধান করুন ঈদ মোবারক।