জীবননগর উপজেলার হিলফুল ফুযুল”,উথলী দক্ষিণ পাড়ার পক্ষ থেকে দুঃস্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় ঈদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উথলী দক্ষিণপাড়া হিলফুল ফুযুল সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিবার পরিকল্পনা পরিদর্শক ( FPI ) এর চুয়াডাঙ্গা জেলা সভাপতি জনাব মোঃ সাজেদুর রহমান ও সংগঠনের উপদেষ্টা মহিউদ্দিন টুনু সহ সদস্য আশরাফ মন্ডল,, শাহাদাত হোসেন, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, হাবিবুর রহমান হাবিব,, বিল্লাল,, সারজত খান,এস এম শাহিন এবং সংগঠন অন্যতম সদস্য আল- আমিন উপস্থিত ছিলেন এবং তারা নিজ হাতে অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে ঈদের খাবার সামগ্রী পৌঁছে দেন। এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাজিদুর রহমান সকলের কাছে দোয়ার আর্জি রেখেছে তারা যেন মানবিক কাজে এভাবে নিয়োজিত থাকতে পারে। তথ্যটি সুনিশ্চিত করে হিলফুল ফুযুল সংগঠনের সদস্য মাহমুদ হাসান জিবা।