আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও আশুলিয়া থানা আওয়ামী যুবলীগে আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ওমর সজিব জয়ের নিজস্ব উদ্যেগে ৬ শতাধীক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
আজ সোমবার (১০মে) সকাল ১১ঘটিকার সময় ভাদাইল হাজী আলাউদ্দিন স্কুল মাঠে স্বাস্থ্য বিধি মেনে লাইন দিয়ে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো চিনি,শিমাই,তৈল,পোলার চাউল সহ বিভিন্ন নিত্যপণ্য সামগ্রী। ওমর আলী সজিব জয় বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করোনার শুরু থেকে আওয়ামী অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মিদের কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
এর ধারাবাহিকতায় আজ আমি আমার নিজ উদ্যেগে ৬শতাধীক অসহায় মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদেশ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছি।
ইতিপূর্বে আমরা করোনা থেকে স্বাস্থ্য রক্ষায় সচেতন করে মাক্স ও হান্ড সেনিটেশন সামগ্রী বিতরন সহ শ্রমিক ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য সুরক্ষায় কাজ করেছি এবং করে যাচ্ছি ।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোঃ, মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ, সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেত্রী বৃন্দু।