আজ শবেবরাতের রাত সিয়াম সাধনার রমজান মাস। আর এই রমজানের শেষে ঈদের খুশি।ঈদের খুশির সকল পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা।
জানিয়েছেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের, চরদিঘলিয়া গ্রামের বাসিন্দা,দিঘলিয়া বাজারে হোমিওপ্যাথিক ডাঃএসএম এনামুল হক।
তিনি বলেন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। এই রমজান মাসে সকল মানুষের কল্যানে প্রতিটি মানুষের ঘরে ঘরে ফিরে আসুক সুখ ও অনাবিল শান্তি।
বর্তমান মহামারী করোনা ভাইরাসের কারনে দেশের মানুষ দিশেহারা। মানুষের মনে শান্তি নেই বিরাজ করছে অশান্তি। আর প্রত্যকেরই দুরাত্ব বজায় রেখে চলা উচিত।
বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে।রমজান মাস অছিলায় করে সকল অশান্তির অবসান ঘটিয়ে পৃথিবীর সকল মানুষের মনে সুখ ফিরে আসুক এই আশা ও প্রত্যাশা কামনা করেন।