নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াকগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামে ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে জাকির ও তাইজুল গ্রুপের লোকজন নাজিরের গ্রুপের লোকেদের বসতবাড়ি,দোকান লুটপাট ও ৫ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ।
এলাকাবাসী ও গ্রাম পুলিশ সূত্রে জানা যায় যে, লোহাগড়া উপজেলার নোয়াকগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রাম্য দলিয় দুইটি গ্রুপিং রয়েছে সাবেক জাকির মেম্বার ও তাইজুল গ্রুপ এবং অপর দিকে নাজিরের গ্রুপ।
শনিবার ২৪ এপ্রিল দুপুর ১ টার সময় নাজির গ্রুপের লোক ইয়াসিন মোল্লা তার পাট ক্ষেতের জমিতে যেয়ে দেখে জাকির গ্রুপের লোক মনা মিয়ার ছাগলে পাট খাচ্ছে। ঐ সময় ইয়াসিন মোল্লা এটা মনা মিয়াকে বাড়ি যেয়ে বলে তোমার ছাগল আমার পাটক্ষেতে প্রতিদিন এসে পাঠ খায়, এরপর খেলে ধরে নিয়ে যাব।
একথা শুনে মনা মিয়াসহ তার ছেলে জুয়েল রেগে ইয়াসিনকে লাঠিপেটা করে । এটাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয় সন্ধ্যারাতে ।
এই সূত্র ধরে রবিবার ২৫ এপ্রিল ভোর রাতে আনুমানিক পাঁচটার সময় সাবেক জাকির মেম্বারের ও তাইজুল এর নেতৃত্বে তাদের লোকজন ঢাল, সরকি, চাইনিজ কুড়াল, শাপল, রাম দাও,সেন, লাঠি ইত্যাদি মারামারি সরঞ্জাম নিয়ে ৮ থেকে ১০টি বসতঘর, দোকান লুটপাট এর সময় ৫ জনকে কুপিয়ে আহত করে।আহতরা হলো নান্নু মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, মঞ্জুর মোল্লা, মোস্তাকিম মোল্লা, উজ্জল মোল্লা সর্ব সাং হান্দলা,লোহাগড়া, নড়াইল। আহতদের সবাইকে নড়াইল সদর হসপিটালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নাজির গ্রুপের কামরুল মোল্লা বাদী হয়ে ৪৫ জনের নামে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Leave a Reply