শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

সাংবাদিদের নিউজের কারনে প্রধানমন্ত্রী উপহার পাচ্ছেন পলিথিনের ঘরে থাকা মতি বেপারী

 শফিকুল ইসলাম সোহেল শরীয়তপুর
  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৮২ Time View

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভ‚মিসহ বাড়ি পাচ্ছেন পলিথিনের ঘরে মানবেতর জীবনযাপনকারী সেই মতি বেপারী পরিবার। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই, রুদ্রকর ইউনিয়নের উত্তর চন্দনকর গ্রামে মতি বেপারীর বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর উপহার দেওয়ার ঘোষণা দেন।

শরীয়তপরের স্থানীয় সাংবাদিকরা পলিথিনের ঘরে মতি বেপারী দম্পতির মানবেতর জীবন শিরোনাম খবর প্রকাশ করলে শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর নজরে আসে।

জেলা প্রশাসকের নজরে আসার পরেই শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই সরেজমিন পরিদর্শন করেন। সরেজমিন পরিদর্শন শেষে মতি বেপারীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি বাড়ি একটি ঘর দেওয়ার ঘোষণা দেন ইউএনও মনদীপ ঘরাই।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, জামাল সাহেব নিউজটা করেছেন নিউজটা দেখার পরেও আমরা এক মুহূর্তও বসে থাকিনি।

ডিসি স্যারের নির্দেশে মতি বেপারীর বাড়িতে এসেছি। তারা পলিথিনের নিচে বসবাস করছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন মতি বেপারীর পরিবারকে ঘর দেয়ার ব্যবস্থা করা হবে। এসময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মতি বেপারী।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense