মাদারীপুরে রাজৈরের কামালদী ব্রীজের উপর থেকে ব্যাংকের ডিএসআরের কাজ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই রাজৈর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও তদন্ত করছেন।
পুলিশ ও ভুক্তভোগী জানায়, (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেল সারে পাঁচ টার দিকে মাদারীপুরের রাজৈর পৌর এলাকার ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর টেকেরহাট শাখা, পাইকপাড়ার ফুলতলা ও আমগ্রাম বাজার এজেন্ট ব্যাংকি শাখা থেকে নগদ ২৪ লাখ টাকা ব্যাগে করে নিয়ে একই উপজেলার বাজিতপুর মজুদদার বাজার ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের কামালদী ব্রীজ এলাকায় এলে তিনটি মোটরসাইকেল এসের এজেন্ট ব্যাংকিংর টেকেরহাট শাখার ডিএসআর সুশময় চক্রবর্তীর সাথে কথা বলে ও মুখের নামনে কিছু ধরে তখন সুশময়ের ব্যাগটি নিয়ে যায়, তখন টাকার ব্যাগ নিয়ে মাদারীপুরের দিকে চলে যায়।
ভুক্তভোগী সুশময় টেকেরহাট শাখার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর এজেন্ট ব্যাংকিংর ডিএসআর ও রাজৈর পৌর এলাকার রাজৈর সাহাপাড়ার মৃত সম্পদ চক্রবর্তীর।
টেকেরহাট শাখার ম্যানেজার মনতোশ সরকার জানান, ঘটনাটির পর থেকে পুলিশ বিষয়টি তদন্ত করছে, আমারা বিষয়টি ব্যাংকের কতৃপক্ষকে জানিয়েছি।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন ও তদন্ত চলমান অবস্থায় জানায়, শয়তানের নিঃশাস মুখের সামনে ধরে টাকার ব্যাগটি নিয়ে যেতে পারে, তবে বিষটি আরো অনুসন্ধান চলছে।
মন্তব্য করুন