
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের একটি বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ‘বিড়িতে সুখটান’ প্রসঙ্গে দেওয়া ওই মন্তব্য ভাইরাল হলে বিষয়টি নিয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
গত বুধবার (৭ জানুয়ারি) রাতের দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলায় আয়োজিত একটি নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ড. ফয়জুল হক বলেন, তার বক্তব্যের একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এর পরই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা ও বিতর্ক।
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে কথা বলতে হয়। সমাজে যেমন ইবাদতকারী মানুষ আছেন, তেমনি আছেন এমন লোকজনও যারা বিড়ি বা সিগারেট সেবন করেন। তিনি মূলত দোকানে বসে বিড়ি খাওয়া সাধারণ মানুষের উদ্দেশে উদাহরণ দিয়ে কথা বলেছেন।
ড. ফয়জুল হক আরও জানান, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল মানুষকে ভালো কাজের সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করা। ভালো পরিবেশ ও সৎ কাজের সংস্পর্শে থাকলে একজন মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আল্লাহ চাইলে কাউকে ক্ষমাও করতে পারেন—এই বিশ্বাস থেকেই তিনি উদাহরণটি তুলে ধরেছিলেন।
তিনি দাবি করেন, তার বক্তব্যের পূর্ণ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং সম্পূর্ণ বক্তব্য দেখলে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আংশিক ভিডিও বা বক্তব্য দিয়ে ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত প্রার্থী।
আরও পড়ুন:

মন্তব্য করুন