বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বিএনপির ১২ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি–আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল মহানগর বিএনপি ও সংশ্লিষ্ট ওয়ার্ড ইউনিটের কয়েকজন সাবেক ও বর্তমান নেতাকর্মীকে এর আগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন— মো. ফিরোজ আহমেদ, মো. ফরিদ উদ্দিন হাওলাদার, আলহাজ সৈয়দ হাবিবুর রহমান ফারুক, মো. হুমায়ুন কবির, সৈয়দ হুমায়ুন কবির লিংকু, জাহানারা বেগম, সেলিনা বেগম, রাশিদা পারভীন, মোসা. জেসমিন সামাদ শিল্পী, মো. সিদ্দিকুর রহমান, মো. কামরুল আহসান রুপন এবং মো. জাবের আব্দুল্লাহ সাদী।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জানুয়ারি বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়।
এর আগেও বিভিন্ন সময়ে দলীয় সিদ্ধান্তে একাধিক নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
|
১০ জানুয়ারী, ২০২৬
