
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী (আনুমানিক বয়স ৫০) প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল প্রায় ৮টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোড়াই ফ্লাইওভারের নিচে অবস্থানকালে একটি ড্রাম ট্রাক ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তিনি ভিক্ষা করতেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার জানান, দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন