
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি মানুষ ও দেশের প্রকৃত নেত্রী হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নূরুল কবীর বলেন, খালেদা জিয়া দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের নেত্রীতে পরিণত হয়েছিলেন। তার মৃত্যুর পর লাখ লাখ মানুষের জানাজায় অংশগ্রহণই তার প্রমাণ।
তিনি আরও বলেন, একজন মানুষ ও রাজনৈতিক নেত্রী হিসেবে খালেদা জিয়ার যে বৈশিষ্ট্য তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে, তা হলো তার রুচিশীলতা, সংযম ও পরিমিতিবোধ। দীর্ঘ সময় ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন শালীনতা ও সহনশীলতার ঘাটতি স্পষ্ট ছিল, তখনও তিনি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।
নিউ এজ সম্পাদক বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে নিজে ও তার পরিবার নানা আঘাত ও কষ্টের শিকার হলেও খালেদা জিয়া কখনো প্রকাশ্যে নিজের বেদনা, ক্ষোভ কিংবা নিন্দামূলক বক্তব্য তুলে ধরেননি। একজন রাজনীতিক হিসেবে তার এই আত্মসংযম ও আত্মমর্যাদা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা।
তিনি বলেন, রাজনীতিতে ভিন্ন মত ও আদর্শ থাকতে পারে। তবে সংযম, শালীনতা ও আত্মমর্যাদার চর্চা যেকোনো রাজনৈতিক সংস্কৃতির জন্য অপরিহার্য, বিশেষ করে আজকের অসহিষ্ণুতার সময়ে।
খালেদা জিয়ার জানাজার প্রসঙ্গ টেনে নূরুল কবীর বলেন, সেদিন বিশাল জনসমাবেশে বিএনপির এক নেতা জনগণের সামনে অঙ্গীকার করেছিলেন যে, দলটির রাজনীতি খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শ অনুসরণ করেই পরিচালিত হবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন