
নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের প্রেক্ষিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হলে তারেক রহমানের নির্ধারিত উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন