গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ড.গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে ভোটারদের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. গোবিন্দ চন্দ্র প্রামানিক গত ২৯ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার নিয়ম অনুযায়ী ওই আসনের ১শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার বিধান রয়েছে। সে অনুয়ায়ী তিনি ১শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে এই স্বাক্ষর জালের অভিযোগ উঠেছে।
সরেজমিনে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ও রাধাগঞ্জ ইউনিয়নে গিয়ে এই স্বাক্ষর জালের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
সাদুল্লাপুর ইউনিয়নের টিকরীবাড়ি গ্রামের মিলন সেনের স্ত্রী যমুনা সেন বলেন, গত বুধবার (৩১ডিসেম্বর) আমার কাছে প্রশাসনের লোক এসে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের পক্ষে স্বাক্ষর করেছি কিনা জানতে চেয়েছিলেন। আমি তাদেরকে বলেছি, গোবিন্দ চন্দ্র প্রামাণিক নামে আমি কাউকে চিনি না, কোনদিন তার নামও শুনিনি, আমি তার কোন কাগজের স্বাক্ষর করিনি। আমার স্বাক্ষর যদি কেউ দিয়ে থাকে সেটি সে জাল করেছে।
রাধাগঞ্জ ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের সুনীল বাড়ৈর স্ত্রী উষা বাড়ৈ বলেন, আমি আমার ছেলের বাসা ঢাকায় ছিলাম। আমি গোবিন্দ চন্দ্র প্রামানিক নামে কাউকে চিনি না। আমি তার কোন কাগজেও স্বাক্ষর করিনি।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার পক্ষে ১শতাংশ ভোটার যারা স্বাক্ষর দিয়েছেন তারা সকলেই সঠিকভাবে স্বাক্ষর করেছেন। জাল স্বাক্ষরের বিষয়টি সত্য নয়।
সরকারী রিটার্নিং অফিসার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, আমি স্বতন্ত্র প্রার্থীদের স্বাক্ষরের বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছি। তিনি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।
মন্তব্য করুন